
প্রকাশিত: Fri, Feb 23, 2024 12:39 PM আপডেট: Tue, Jul 1, 2025 1:51 PM
[১]পাকিস্তানে ক্ষমতার ভাগাভাগির জোট গঠনে নেই জনরায়: পিটিআই
সাজ্জাদুল ইসলাম: [২] সরকার গঠন থেকে বিরত থাকতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতি আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই অভিযোগ করেছে দল দুটি জনরায় চুরি করেছে। আর জামায়াত-ই-ইসলামি পাকিস্তান বলেছে, দল দুইটি জনরায় চুরির মাধ্যেমে দেশের ওপর দুই পরিবারের শাসন চাপিয়ে দিচ্ছে। সূত্র : ডন, জিও নিউজ
[৩] পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কয়েক দিনধরে আলোচনা ও দরকষাকষির পর গত মঙ্গলবার মধ্যরাতে জোট সরকার গঠনের ঘোষণা দেয় পিএমএল-এন ও পিপিপি। এতে সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটে।
[৪] জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয়ী হন। এ ছাড়া নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৯ এবং বিলাওয়ালের পিপিপি ৫৪ আসনে জয়ী হয়। পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা ২৬৬। সরকার গঠনের প্রয়োজন ১৩৪টি আসন যা কোন দলই পায়নি।
[৫] পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। বুধবার কারাগারের বাইরে পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, পিএমএল-এন ও পিপিপি জোটের জন্য তার কাছে একটি বার্তা আছে। সেটা হলো, ন্যূনতম বিবেচনাবোধ প্রদর্শন করুন এবং সরকার গঠন থেকে বিরত থাকুন। আসাদ কায়সার বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাননি পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। জনগণ তাকে প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট দেয়নি।
[৬] নতুন জোট সরকারের সমালোচনা করেছে জামায়াত-ই-ইসলামিও। দলটির প্রধান সিরাজুল হক বলেছেন, এই সরকার মধ্যরাতে গঠিত হয়েছে। এ দেশে বিষয়টি নতুন কিছু নয়। দুই পরিবারের শাসন প্রতিষ্ঠা হলো। গত তিন দশক ধরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে।
[৭] জিও নিউজ জানায়, ক্ষমতা ভাগাভাগির শর্তে জোট সরকার গঠনে রাজি হয়েছে পিএমএল-এন ও পিপিপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোনো পর্যায়েই শাহবাজ শরিফের মন্ত্রিসভায় অংশ নেবে না পিপিপি। তবে দলটি সাংবিধানিক সর্বোচ্চ পদ তথা প্রেসিডেন্টের পদ পেতে যাচ্ছে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের মন্ত্রিসভায়ও পিপিপি অংশ নেবে না। সমঝোতা অনুযায়ী পিপিপি প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার গভর্নর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এবং জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের পদ পাবে। পিএমএল-এন প্রধানমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং জাতীয় পরিষদের স্পিকার পদ পাবে। এ ছাড়া সিন্ধু ও বেলুচিস্তানের গভর্নর পদে মনোনয়ন দেবে। সম্পাদনা: রাশিদ
[১]পুতিনকে গালি দিলেন
জো বাইডেন
সাজ্জাদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জলবায়ু বিষয়ক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘খ্যাপাটে সান অব আ বিচ’ (ক্রেজি এসওবি) বলে গালি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র : রয়টার্স
[৩] পুতিনের কাছ থেকে সব সময়ই পারমাণবিক সংঘাত ও মানবতার হুমকি আছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
[৪] এ সময় জলবায়ু পরিবর্তনের হুমকির কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে বলে দাবি করেন বাইডেন। তহবিলদাতাদের ছোট একটি দলকে এসব কথা বলেন তিনি।
[৫] এর আগেও বাইডেন এ ধরনের গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে ফক্স নিউজের হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি ‘সান অব আ বিচ’ বলেছিলেন। মাইক্রোফোনে সেটি শোনা গিয়েছিল। সম্পাদনা: ইকবাল খান
[১]চীনে জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো সেতু, নিহত ২
ববি বিশ্বাস: [২] বৃহস্পতিবার দেশটির বন্দর নগরী গুয়াংজুর নানশা অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় স্থানীয় লিসিনশা সেতুর মাঝখানের একটি অংশ ভেঙে পড়ে। এসময় সেতুর ওপর চলাচল করতে থাকা একটি মোটরবাইকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে তলিয়ে যায় বলে জানায় গুয়াংজু মেরিটাইম ব্যুরো। সূত্র: এএফপি
[৩] এএফপির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো তিনজন। পণ্যবাহী জাহাজটি চীনের ফোশান ও গুয়াংজু শহরের মাঝে যাতায়াত করার সময় স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটের দিকে সেতুর সঙ্গে সংঘর্ষ হয়। এসময় জাহাজটি খালি ছিলো অর্থাৎ এটি কোনো পণ্য বহন করছিলো না।
[৪] চীনের সরকারি গণমাধ্যম সিসিটিভি’তে প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, পণ্যবাহী জাহাজটি সংঘর্ষের পর সেতুর নিচে আটকে আছে। সংঘর্ষস্থলে সেতুর একটি অংশ ভেঙে পানিতে পড়ে তলিয়ে গেছে।
[৫] অনলাইনে একটি বিবৃতিতে গুয়াংজু মেরিটাইম ব্যুরো জানায়, সকাল দশটার মধ্যে এই দুর্ঘটনায় নিহত দু’জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। একজন ক্রু সদস্য হালকা আহত হয় এবং তিনজন এখন পর্যন্ত নিখোঁজ।
[৬] ইতোমধ্যেই এলাকাটি নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আটক করা হয়েছে জাহাজের ক্যাপ্টেনকে। সম্পাদনা: ইকবাল খান
[১]দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ
রিয়াদ হাসান: [২] শনিবার (২৪ ফেব্রুয়ারি) মঞ্চের নেতা সাকিব আনোয়ারের ওপর হামলা, রাজনৈতিক দমন পীড়নের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ।
[৩] সোমবার গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয় বলে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়।
[৪] সভায় নেতারা বলেন, আমি-ডামি নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই সরকার সর্বত্র ভয়-ত্রাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। ১৯ ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে হামলা করে দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। হামলা-মামলা, গ্রেপ্তার এবং গুম-খুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু অতীতের স্বৈরাচারীদের মত এই পথে শেষ পর্যন্ত পার পাওয়া যাবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সকল ভয়-ত্রাস মোকাবেলা করে বিজয়ী হবে।
[৫] তারা বলেন, জনসম্মতিহীন অবৈধ এই সরকারের লুটপাট ও কতিপয় তোষণ নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ঙ্কর লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। তাদের ভুলনীতি ও দুর্নীতি লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর তার দায় জনগণের উপর চাপিয়ে দিতে বার বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। দুর্নীতি বন্ধ করে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলেও লুটপাট দুর্নীতির স্বার্থে সেই দিকে তারা অগ্রসর হচ্ছে না। উপরন্তু রেন্টাল কুইক রেন্টালের নামে জনগণের পকেট কেটে কতিপয় তোষণ নীতি অব্যাহত রেখেছে।
[৬] নেতারা আরো বলেন, শুধু তাই নয়, ব্যাংকসহ আর্থিকখাতের পরিস্থিতি গভীর সংকটে নিপতিত। বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হচ্ছে। জনগণের পকেট হাতিয়ে নেয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার। সে কারণে সরকারের এই লুণ্ঠন ও কতিপয় দূষণ নীতির মাশুল জনগণ দেবে না।
[৭] মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। সম্পাদনা : কামরুজ্জামান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
